রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক 
সহায়তা প্রদান করবে রংপুর চেম্বার
০৩ অক্টোবর ২০১৭, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দের সাথে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের ‘‘রোহিঙ্গা ইস্যু ঃ মানবতার ক্রান্তিকাল’’ শীর্ষক এক মত বিনিময় সভা রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু’র সভাপতিত্বে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 
মত বিনিময় সভায় মিয়ানমারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন, রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেম, পুরাতন কাপড় আমদানিকারক মোঃ সাবিহুল হক, পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশন, রংপুর জেলা শাখার সভাপতি শাহ্্ মোহাম্মদ সেলিম, রংপুর জেলা বেকারী এ্যান্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল হক মুন্না, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, মাহিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ উল্ল্যাহ, রংপুর জেলা ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ¦ ময়েন উদ্দিন, বাংলাদেশ হোটেল রেস্তোঁরা মালিক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মজিদ খোকন, সনিক-প্রাইম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, রংপুর উইমেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মিসেস শাহনাজ পারভীন, বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক মোঃ মগরব আলী এবং রংপুর চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে মোঃ হাবিবুর রহমান রাজা, মোঃ রিয়াজ শহীদ শোভন, প্রণয় বণিক, মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, মোঃ আশরাফুল আলম আল আমিন, মোঃ আজিজুল ইসলাম মিন্টু, পার্থ বোস, খেমচাঁদ সোমানী রবি, মোঃ ওবায়দুর রহমান রতন, মোঃ জুলফিকার আজিজ খান ভুট্টো, মোঃ শাহজাহান বাবু, দেবব্রত সরকার রঞ্জু, রংপুর চেম্বারের সাবেক পরিচালকবৃন্দের মধ্যে মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, মোঃ ফজলুল হক, কাজী মোঃ আদম, মোঃ রবিউল ইসলাম মৃদুল।
বক্তাগন প্রত্যেকেই সাংগঠনিকভাবে ও এবং ব্যক্তিগত তহবিল থেকে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।  এছাড়া বক্তারা এ ধরনের একটি মহতি মত বিনিময় সভা আয়োজনের জন্য রংপুর চেম্বার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, রংপুর চেম্বার শুধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে না পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় আজকের এ মত বিনিময় সভার মাধ্যমে রংপুর চেম্বারের নিজস্ব তহবিল এবং রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের নিকট থেকে অর্থ সংগ্রহপূর্বক সংগৃহীত অর্থ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণ করা হবে মর্মে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ^স্ত করেন।
সভায় রংপুর চেম্বারের বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।